আমি কারো মুখে শুকরিয়া শুনি না।
কে, কি পাইলো না
সেই আক্ষেপ শুধু শুনি।
কি পাইলো,  তার জন্য শুকরিয়া শুনি না।


হারানোর বেদনা দেখেছি নীল বর্ণের, স্পষ্ট।
পাওয়ার আনন্দ কালো মুখে, হতাশা।
উপরের দিকে তাকিয়ে, চাহিদার হাত তুলতে দেখি।
নিচের দিকে তাকিয়ে, শুকরিয়া করতে দেখি না।


তিন বেলা ভাতে প্লেট সাজানো হাত,
অসহায় ভিক্ষার হাত দেখে না।
যাদের দেখে শিক্ষা নেওয়ার কথা,
তাদের দিকে ফিরেও তাকায় না।
চারিদিকে হাহাকারে মানুষ মরে,
খেয়ে বেঁচে কেউ শুকরিয়া করে না।