স্রোতে ভাইসা জীবন আমার গেল উজান গাঙ্গে।
এখন দেখি জীবন চরের দুই কূলেতে ভাঙ্গে।
আসে না তার কথা কানে, আসে না তার সুর।
জীবন রে বল আর কবে তুই হবি রে পাথর।
হাজার ব্যথায় তোর কূলে যেন লাগে না আচড়।


চোরাবালির মতন কইরা, ধোকার স্রোতে গেলি পইড়া।
ডুবতে যাইয়া ভাইসা উঠস, ভাসতে চাইয়া মইরা ডুবস।
তোর সাথে তোর আপনজনে হইয়াছে নিঠুর।
জীবন রে বল আর কবে তুই হবি রে পাথর।
হাজার ব্যথায় তোর কূলে যেন লাগে না আচড়।


একলা একা কেউ নাই তোর, ছাইড়া দিয়া আপন শহর।
হারাইলো তা যা তুই চাইলি, না চাইয়াও কষ্টই পাইলি।
তোর সাথে তোর আপনজনে, হইয়াছে নিঠুর।
জীবনরে বল আর কবে তুই হবি রে পাথর।
হাজার ব্যথায় তোর কূলে যেন লাগে না আচড়।