পৃথিবীতে মায়ের মত আর কে আছে আপন।
মায়ের আঁচল আঁকড়ে ধরেই আমার জীবন যাপন।
দুঃখের সময় আগলে রেখে কে দেবে সান্ত্বনা।
মায়ের অভাব ভাবতেই বুকে অচেনা যন্ত্রণা।
"যুগ যুগান্তর পরেও যেন থাকে আমার মা।
খোদার কাছে এর চেয়ে বেশি আর কিছু চাই না।"


ভুল পথে পা পড়লে মাগো করতে আমায় শাসন।
তাইতো আমার সফলতায় তুমিই  শ্রেষ্ঠ আসন।
তোমার পায়ের নিচে মাগো আমার শেষ ঠিকানা।
তোমার চেয়ে আমায় বেশি আর কেউ জানে না।


বাবার অভাব পাই নি মাগো পেয়ে তোমার আদর।
আমার দেহে লেগে রবে তোমার মায়ার চাদর।
তোমার পায়ের নিচে মাগো আমার শেষ ঠিকানা।
তোমার চেয়ে আমায় বেশি আর কেউ জানে না।