মানুষ নষ্ট হয়,
পথ ভ্রষ্ট হয়,
আপন জনের কষ্টও হয়।
জীবন থেকে শিক্ষা নিয়ে,
কর্মে নেমে দীক্ষিত হয়।


আত্মীয়দের কটাক্ষ হয়,
দোষ না করে আসামী হয়।
মাথার ভিতর চিন্তা গেঁথে,
জিন্দা বোকা লাশ হতে হয়।


আশার ফুলের মৌমাছি হয়,
না বলাতে, বেঈমানও হয়।
মদের টাকা বিলিয়ে দিয়ে,
সমাজসেবক নামধারী হয়।
(১ম খন্ড)