মানুষ হইয়া জন্মে ভবে, মানুষ হইতে পারি নাই।
তুমি আমি মিছে মানুষ,
সুখের পিছে চুটি।
দুঃখের পাথর নেমে এলেই,
খোদার তরে লুটি।
আলো ছায়া ছেড়ে আবার,
আধারে হারাই।
মানুষ হইয়া জন্মে ভবে, মানুষ হইতে পারি নাই।

নিজের বেলায় ১৬ আনা,
অংক ঠিকি বুঝি।
পরের সুখে ভাগ বসাইয়া,
নিজের স্বার্থ খুঁজি।
পাপের সুখে জীবন পুড়ে,
হচ্ছে যাচ্ছেতাই।
মানুষ হইয়া জন্মে ভবে, মানুষ হইতে পারি নাই।


বাতির তেল পুরাইলে কয়,
মনে আমার খোদার ভয়।
নরকের আগুনে বুঝি,
পুড়ে হইবো চাই।
ওরে মন পুড়ে হইবো চাই।
মানুষ হইয়া জন্মে ভবে, মানুষ হইতে পারি নাই।