আমার মনের বিচার হইবো, বন্ধু দিছে নালিশ।
তোরা সবাই দেখতে আসিস, মন মোড়লের সালিশ।
না জানি তার কোন ধারাতে, হইবো আমার রায়।
কোন ঘাটের জল নিজ হাতে সে, কোন ঘাটে গড়ায়।
তোরা দলে দলে দেখতে আসিস, জনে জনে বলিস।
আমার মনের বিচার হইবো, বন্ধু দিছে নালিশ।
তোরা সবাই দেখতে আসিস, মন মোড়লের সালিশ।


আমি নাকি কূল ভাইঙ্গাছি, আমার বন্ধুর মনে।
কূল হারাইয়া বন্ধু নাকি বসত গড়ছে বনে।
উজানে উজান মিলাইছি, ডাঙায় না ফিরিয়া।
আমার ব্যথায় দুঃখে দুঃখে, গেছে সে ভাসিয়া।
এসব শুইনা আমার লাইগা ক্ষোভ জমাইয়া রাখিস।
আমার মনের বিচার হইবো, বন্ধু দিছে নালিশ।
তোরা সবাই দেখতে আসিস, মন মোড়লের সালিশ।


আমি জানি আমার কথা, লোকে আর কি জানে।
আমার নদী ভাইসা গেছে, বন্ধুর দেয়া বাণে।
মনে মনে পুইষা রাখছি এক জনমের জ্বালা।
বুকে লোহার শিকল বান্দছি, মুখে দিছি তালা।
আমার কথা ফুরাইছে আজ, বন্ধুর কথা শুনিস।
আমার মনের বিচার হইবো, বন্ধু দিছে নালিশ।
তোরা সবাই দেখতে আসিস, মন মোড়লের সালিশ।