আমরা নিন্দা শুনে, নিন্দায় বিশ্বাসী।
কেউ এসে কইলো কারো পিছে কথা!
তাহা যাচাই না করিয়া, পাইলো কেউ ব্যথা।
কেউ বদনাম গাইলো, ছিটাইলো উপরে থু-তু।
তা কেউ মাখিলো গায়ে, শত্রু ভাবিয়া শুধু।
তিল কে তাল বা চুল কে বাল, অথবা মিথ্যে ঠাসা গল্প
অন্য মুখে শুনে নিজ ঘরে আজ দা-কুমড়ো সম্পর্ক।
কারণ আমরা নিন্দা শুনে, নিন্দায় বিশ্বাসী।
এত বড় কথা কইলো তোরে সে!
আমারে বলিলো কইতে না কাউকে।
তোর কাছে করা যায় না গোপন,
সন্দেহ কি আছে? সে তোর দুশমন, আমি তোর আপন।
এবার নিন্দুক তাহার প্রিয় হইলো,বন্ধু হইলো ঘাতক।
আসলে আমরা নিন্দুকের ঠোঁটে, এইভাবে হই আটক।
কারণ আমরা নিন্দা শুনে, নিন্দায় বিশ্বাসী।