চোখের সামনে অর্থের আওয়াজ শুনা যায়।
এই যে পকেট গরম করে, সরম হীন বসে আছি।
প্রিয় অপ্রিয় সবাই কথা শুনছে,
প্রয়োজন অপ্রয়োজনীয় কথাও শুনছে।
আসলে আমার কথা নয়, অর্থের জিকির গুনছে।
মনের জন্য কেউ কিছু করে না,
ধনের জন্য মন দিয়ে করে।
শ্রমের জন্য কেউ রাজি না,
ফলের জন্য হাত পাতে।
ঘুমের সাথে বিদ্রোহ করে কেউ হালাল কামাই করে।
সামান্য বলে সেই কামাই তুচ্ছ তাচ্ছিল্যের ঘরে।
আর চোখ বন্ধ করে কেউ হারাম ঘরে তোলে,
অর্থের রেশ ভারে, সমাজ তাহার কোলে।
দিনশেষে আসলেই, চোখের সামনে অর্থের আওয়াজ শুনা যায়।