"ফিলিস্তিন এক রক্তাক্ত কারবালা,
ফিলিস্তিন এক ঈমানি পাঠশালা।"
বিশ্ব যেখানে জালিমের দলে,
ফিলিস্তিন সেখানে মুক্ত।
আরব বিশ্ব বিলাশে ব্যস্ত,
গাজায় ঝরছে রক্ত।
কোথায় তোমাদের বিবেক বুদ্ধি,
কেন তোমরা চুপ?
জিহাদের ডাক দিলে যেতে রাজি,
শহীদ হতে চাই খুব।


ছোট্ট শিশুর নিথর শরীর,
বইছে দেখো এক বাবা,
পুরো পরিবার মরে পড়ে আছে,
গ্রেনেডের এক থাবায়।
আল আকসা ছাড়বে না,
বিলিয়ে দিবে আরো প্রাণ।
উমর আলীকে দেখিনি আমি,
দেখেছি আমি এই ঈমান।
জাগ্রত হোক বিবেক, বিশ্ব মুসলিম মিলিত হও,
যুদ্ধের ময়দানে মিটাবো এই জ্বালা।
"ফিলিস্তিন এক রক্তাক্ত কারবালা,
ফিলিস্তিন এক ঈমানি পাঠশালা।"


আমাদের কাছে পন্য বেছে,
বোমা কিনছে তারা।
সেই বোমাতে চুরমার হয়,
পবিত্র মাটি গাজা।
চোখের সামনে ভাই মরে যায়,
তারপরেও কিসের ভয়।
এই ঈমানে পারবে কি দিতে?
মুসলমানের পরিচয়।
ছিন্ন করো সম্পর্ক,  আর বয়কট করো তাদের,
অর্থনীতির অস্ত্রাগারে ঝুলিয়ে দাও তালা।
"ফিলিস্তিন এক রক্তাক্ত কারবালা,
ফিলিস্তিন এক ঈমানি পাঠশালা।"


মুসলিম মরলে অভিযোগ নাই,
জাতিসংঘ অন্ধ রয়।
হসপিটালে বোমা মেরেও,
মুসলমানদের জঙ্গি কয়।
তেল দিয়ে চলে ফাইটার যান,
এই তেল দেয় কারা?
নিজের ঘরে যুদ্ধ লাগাতে,
অর্থও পায় তারা।
ছিন্ন করো সম্পর্ক,  আর বয়কট করো তাদের,
অর্থনীতির অস্ত্রাগারে ঝুলিয়ে দাও তালা।
"ফিলিস্তিন এক রক্তাক্ত কারবালা,
ফিলিস্তিন এক ঈমানি পাঠশালা।"