আমার দুঃখ আমার ভেতরে থাকলে মহাপাপ,
অন্যের কানে পৌঁছালে ভয়ঙ্কর কাল সাপ।
যৌবনের অর্ধেক যিনি বাবার কাঁধে বসেছেন,
বাকি অর্ধেক তিনি হাহাকারে ডুবেছেন।
মানুষ কিভাবে অন্যের উপর এত আশা করে,
নিজের ভুল ফল আত্মীয়ের সংসারে প্রয়োগ করে।


সংসার টেনে ক্লান্ত কেউ বিশ্রাম খোঁজে না,
আবার কেউ বিশ্রাম করে সংসার খোঁজে না।
পরিবার বলে কিছু না থাকলেই হতো,
নিজের চিন্তায় মানুষ তলিয়ে যেত।
পরের কাছে ভালবাসা কি? আর প্রিয়জন কি?
পর তো পরই, কিসের শ্বশুর-শাশুড়ী? কিসের স্বামী-স্ত্রী?