দূরের মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না।
প্রিয় মানুষ দুঃখ দিলে পরাণে তে সয়না।
সূর্যের আলো চান্দের গায়ে ভুলে তো সে যায়না।
প্রিয়জনে ভুলে যায় সব ধরে নানান বায়না।


নদীর বুকে উঠিলে ঝড়, ভাঙ্গে কূলের কাছে।
ভাটায় ভাটায় পড়িলে চর, নদী কি আর বাঁচে।
চান্দের গায়ে সূর্যের গ্রহণ চন্দ্র তো তা চায় না।
দূরের মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না।
প্রিয় মানুষ দুঃখ দিলে পরাণে তে সয়না।


দিনে দিনে প্রিয় মানুষ আরও আপন হয়।
সেই মানুষটার ছোট আঘাত, পরাণে না সয়।
প্রিয়জনের ছোট আঘাত, ছোট তো আর রয় না।
দূরের মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না।
প্রিয় মানুষ দুঃখ দিলে পরাণে তে সয়না।