মুখ খুললে,বুক খালি হবে মায়ের
ভেঙ্গে দিবে সংসার।
এই স্লোগানের বলিদান হলো,
প্রতিবাদী আবরার।
সীমান্তের কাটাতারে, ঝুলন্ত ফেলানী
মন হয় তার ভার।
আরো কত কিছু দৃষ্টি এড়ায় না,
লিখে রাখে আবরার।
দাদাদের স্বার্থ উদ্ধারের খেলায়,
প্রতিবাদ ছিল তার।
তাইতো প্রতিবাদ শব্দে তুলেছিল,
সাহসী আবরার।


কালো সেই রাতে তুলে নিলো তাকে,
চালালো খুব অত্যাচার।
কুকুরদের হাতে নির্মম ঘাতে,
শহীদ হলো আবরার।
খুনিদের মাথায় গুণীদের হাত,
হবে কি এর বিচার?
বেশ কয়েকবার আইনের ফাঁসে
খুন হয় আবরার।
আবরার হত্যার দুই বছর আজ,
মনে কি আছে সবার?
মনে না রাখলেও চলে আসে কত,
প্রতিবাদী আবরার।