সৌন্দর্য ভয়ংকর, পর্দায় সৌন্দর্য।
যা লুকিয়ে রাখার কথা, তা দর্পিত লোকালয়ে।
কি দেখাতে চায়, তার প্রশান্তি কে জানে?


দৃষ্টি নম্রতার কথা থাকলেও,  চোখ থাকে নিষেধাজ্ঞায়।
যেখানে না গেলেই চলে, সেখানেই ইচ্ছার তীর আটকায়।


স্বাভাবিক বলে যা চলে, তা অস্বাভাবিক বলা যায় না।
আয়নার সামনে দাঁড়িয়ে, দেয়াল মনে হয় সে আয়না।


পর্দার বরখেলাপ সমাজে-রাষ্ট্রে নিতান্তই বাস্তব।
দৃষ্টিতে নোংরামি এটাই যেন ঠিক মেনে নিয়েছে সব।


কেউ থামানোর নেই কাউকে, কোথায় তাদের মা-বাবা- ভাই- স্বামী?
আবার কেউ তুললে আওয়াজ, নারীবাদীদের কাছে হয় আসামি।


কি হলো এই জনমতের? কে পাল্টালো ধর্মের মত?
কে কেড়ে নিলো সত্যের বাণী, সঠিক থাকার শপথ?


সৃষ্টির মধ্যে নারী সুন্দর, তা দেখার অধিকার যার?
সে ই দেখিয়ে বেড়ায়, বলে সুন্দরী বউ আমার।


পর্দা আবার ফিরিয়ে দেবে কে, এই অশ্লীল সমাজের চোখে?
দৃষ্টিতে ধর্ষক ধর্ষিত করে, এই সমাজের নোংরা সংস্কৃতি কে।