বারবার এক-ই প্রশ্ন আঁকি,
কিভাবে যে ভালো থাকি!!?
কেন এমন করে চলে যাচ্ছে সময়!!
পারছি না কেন ঢালতে!?
ধূসর ছায়াতেও রঙের অনুনয়।
কেন এই উজ্জ্বল নগরীতে ছেয়েছে অমানবিক আধার?
দেখা মিলছে না কেন মেঘের পরের রোদ্রৌজ্জ্বল্যতার!!?
কেন ভালোবাসাগুলো কঠিনরূপে জমে আছে
শুধু বুকের-ই ভেতর!
তরল হয়ে গলুক না এবার,
ভিজিয়ে দিক এই শহর।
কেন অসময়ে অপমৃত্যু মিছিলের এত উত্তাল শ্লোগান!?
গাইছে না কেন প্রতিটি বুকে মানবমায়ার গান!!
বেসামাল ট্রাফিকের মত কেন ছুটেই চলেছে প্রতিটি প্রাণ?
পথচলায় চেয়ে দেখুকনা একবার!
ছড়িয়ে আছে কত শরীর, হয়ে নিষ্প্রাণ!
কেন-ই বা গভীর রাতের মত নিভুমান আলোয় চলছে জীবন!?
মায়াপ্রদীপ জালিয়ে গড়ুক এবার মনুষ্যপথ,
আলোকিত করুক এ ভুবন।
ধুলিকণার মত স্বার্থপর স্বপ্নগুলো কেন ভেসে বেড়াচ্ছে এ পরিবেশে!!?
অক্সিজেনরুপে নিস্বার্থ উদ্দেশ্যে-
গড়ুক না এক সমাজ ভালোবেসে।