কিছু অনুভুতি দেয়াল বন্দির
অগোচরেই তার উথাল পাথাল ঢেউ,
অবলা তরী প্রহর গুনে অপেক্ষার
বৈঠা চালাবার নাই যে কেউ।।


কিছু অনুভুতি মুঠোবন্দী হওয়ার
অন্ধ আবেশেই তার বসবাস,
মুক্ত আলোর স্বর্ণালি ছোয়াও
আলোকিত করে না যে তার জানালার পাশ।


কিছু অনুভুতি যেন রাতের তারা
পায় না যে কোন মুগ্ধ ফেরিওয়ালা,
রাগে অভিমানে লুকোয় মেঘের আড়ালে
যেন আনন্দ পায় সাজিয়ে তার খামের অশ্রুমালা।


কিছু অনুভুতি যেন অমাবস্যার রাত
লুকিয়ে রাখে ক্ষতবিক্ষত কিছু প্রিয় আঘাত।
কিছু অনুভুতি যেন বন্দী মেঘের কণা
ঝড়তে চায় তবুও পায়না আলোর ক্ষনা।


কিছু অনুভুতি শুধু তোমায় ঘিরে
আলোক হাসি হয়ে যেতে চায় তোমার নীড়ে।
আলসে বেলা হয়ে রাঙাতে চায় তোমার মায়াপুরী
অনূভুতিগুলো যেন  তবেই হবে  সূবর্ণময়ী।