সাজাবো ঠিক এমন এক নির্বাসন,
যেখানে হবে সুপ্ত আবেগগুলোর কথোপকথন।
ছলোছলো দৃষ্টি যেখানে ঝড়বে না বৃষ্টিরূপে,
বরং মেঘ হয়ে ভেসে বেড়াবে মনের সুখে।
যেখানে স্বপ্নময়ী আশাগুলো জ্বলবে জোনাকির আলোর মত,শান্ত প্রবাহে,বিনে হিংসেতে-
ইচ্ছেরাও সাথে তাল দিয়ে গাইবে চন্দ্রিমা রাত্রিতে।
রঙতুলির মায়ায় জড়াবে যেখানে ভালোবাসাগুলো,
গহীনের ভ্রম বলে উঠবে বারবার "সে বুঝি এ হৃদয়টা ছুলো!"।
যেখানে অচেনা মায়ায় নতুন করে সাজবে-
পাখিডাকা ভোর,ঘুমভাঙা সকাল,
ব্যস্ত দুপুরে ঘুমিয়ে পড়া ক্নান্ত বেলার শেষে গোধূলি বিকাল।
বলবে যেখানে বিদেয়ী সূর্যাস্তের মায়াডাকের মায়াকথা,
ঝিঁঝিঁদের সমাবেশে আয়োজন সাজাবে চাঁদনী পসরতা।
যেখানে জমে যাবে চারপাশে জোছনা রাত,
জাগবে একলা অনুভুতির নিঃস্বঙ্গ কাব্যডাক।
যেখানে শাপলা দিনে বিলগুলো হাসবে রোদেলা হাসি-
বুকে নিয়ে শরতের সুনীল আকাশের প্রতিচ্ছবি রাশি।
বর্ষাহীন আষাঢ়ে যেখানে অপেক্ষায় মাতবে,
লিলি,দোলনচাঁপা ও দোপাটি,কখন হবে তাদের বৃষ্টিস্নাত!!?
কতটুকু জমাতে হবে জেসমিন সুবাস,যদি পোহাতে চাই চন্দ্ররাত!!।
মাঝবসন্তের শিশির যেখানে সোন্দর্যলিলা বুনবে পাথরকুচি পাতায়,
পোষা শালিকডাকে ভোর নামবে যেখানে হৃদয়োখাতায়।
ঠিক সাজিয়ে ফেলব এমন-ই এক নির্বাসন,
অভিমানি মেঘগুলোও আনন্দে ভাসবে সারাক্ষণ।
নিজের মত করে নিজের এক পরিবেশ গড়বে এ মন,
দূর থেকেও বহুদূরে যেয়ে,হোক না সেটা নির্বাসন!।