সে বলেছে আসবে ফিরে,
বর্ষা দিনের  অথৈ নীড়ে,
রক্ত জবার আলতা মেখে-
বলেছে সে আসবে সুখে।


দিন বাড়িয়ে রাত ফুরালো,
আকাশ কত মেঘ জমালো,
জ্বোনাক আলোয় ঝিঁঝিঁর ডাকে-
কত সন্ধ্যা জোছনা পোহালো।


কত সকাল বেলায় মিলল,
আনন্দ কত বেদনায় ভীড়লো,
কত ঘুড়ি বিজ্ঞপ্তি হয়ে-
দূর আকাশে খুজে চলল।


স্রোত মিলল সাগর পাড়ে,
উদাস দৃষ্টি আকাশ দ্বারে,
এক সমূদ্র অনুভুতি সব-
ত্রি-মোহনার ডুব-সাতারে।


ভোরের পাখি বলছে ডাকি,
সজাগ হয়ে মেলো আখি,
স্নিগ্ধতা মেখে আকাশ বরাবর-
প্রার্থনা সাজাও যতটুকু বাকি।


রুক্ষ বিলেও অথৈ পানি,
এবার তাকে ফিরে আনি,
অজানা আশায় হয়ে বিবর্ণ-
মন যেন আজ ভগ্নাবশেষখানি।


অপেক্ষা আমার বলেই চলে,
বরণডালা সাজিয়েছি গভীর অতলে,
মন গগনেতে অসংখ্য প্রদীপ-
অপেক্ষা শিখা পুড়ছে দহনে।


শ্রাবণ পেড়িয়ে আসবে ভাদ্রবেলা,
চলবে আবার রৌদ্রবৃষ্টি খেলা,
পুঞ্জ মেঘের গগনভাসা রূপে-
তোমার তরেই আমার অপেক্ষামালা।


প্রতীক্ষা আমার মন গভীরে,
হৃদয়তরী বাধা অথৈ নীড়ে,
মনের প্রতিধ্বনিও বাজছে সুরে-
সে বলেছে আসবে ফিরে!!