জীবন যার গদ্যময়,
শিথিল সুরেই তার পথ চলতে হয়,
মিছে জটিলতার তার নেই যে ভয়,
বিরহ সাক্ষাতেও সে লিখে রাখে জয়।


জীবন যার পদ্যময়
ছন্দের মধ্যেই যেন তার অবক্ষয়,
দিনের অন্তিমে সুখের ছন্দ বুনতে বুনতে-
ভুল বিরামচিহ্নেই তার অস্তিত্ব রয়।


জীবন যার উপন্যাসরূপী
চড়াই-উতরাই তার ভাগ্যে বহুরূপী,
কখনও তা দূর্বিষহ কখনও বা সুখময়-
প্রশ্নচিহ্নেই অবশেষে তার প্রাপ্তিহিসাবের অন্তরায়।


জীবন যার প্রবন্ধমূলক
ন্যায়নীতির গন্ডির সীমানাতেই সে বাধ্য চালক,
নির্ধারিত পথেই যেন তার অবাধ বিচরণ-
ভুল পথের আকাশদর্শন যেন তার নীতিরহরণ।


জীবন যার সনেটরূপী
চতুর্দশাবলীতেই  চলে তার কাম্যগতি,
অষ্টকে সাজে শৈশব-কৈশোর,ষষ্ঠকে বলিষ্ঠ বাস্তবতা-
বয়সান্তে অবশেষে হিসেব কষে প্রাপ্তির গভীরতা।


জীবন কখনও বা এক নাট্যমঞ্চ
মঞ্চস্থ হয় যেখানে হাজারো অনুভূতির খেলা-
অবিরাম ধারায় চলতে থাকে শত শত ট্রাজেডি
সমাপ্তিতে আশা বাধে অফুরন্ত সুখের মেলা।


এ জীবন যেন সাহিত্যের-ই রূপ
বিভিন্ন অঙ্গনে তার বিভিন্ন সাজ বরণ -
উদ্দেশ্য যেন তার "চাই এক সুখময় মরণ"
সব মিলিয়ে এ যেন এক সাহিত্যরুপী জীবন।