তবুও না হয় একটি রাত
তোমার ভাবনায় জেগে থাক !
তোমার হাসির বিভর খেয়ালে,
রহস্য স্রোতে সাতরে যাক..!!


তবুও এই একটি স্বপন
তুলিতে আঁকে তোমায় যখন,
চিরনিদ্রায় মন প্রার্থনা সাজিয়ে
তুমিময় ক্যানভাসে শিথিল তখন।


তবুও তোমার ওই মায়াবী হাসি
যেন জলজোছনায় বিস্তৃত চন্দ্রালো রাশি,
তৃষিত মন অবাক মুগ্ধতায়-
রটিয়ে যাবে শত সহস্র কাব্য বাশি।


তবুও তোমার ওই একটি নাম,
যেন নিরুদ্দেশী ইচ্ছে জুড়োনো হৃদয়খাম,
স্বপ্নরেখায় আঁকা সে ইচ্ছেগুলো যেন-
নীলাম আহবানে এক পৃথিবী দাম।


তবুও এই দু-মুঠো বৃষ্টি
আমার কাছে যেন-
বর্ষার অন্তিমে মিষ্টি রোদের সৃষ্টি,
ঠিক যেমনটা,
অবাধ্য চুলকে প্রিয় ঠিকানায় পৌছিয়ে-
আনমনে তোমার বেখেয়ালি অদূরদৃষ্টি।