একা বাঁচার মধ্যে কোন অভিযোগ নেই জানোত!
কেন ব্রেকফাস্ট দিতে দেরি হলো
কেন তরকারিতে লবণ কম হলো
যতরকমের সাংসারিক অভিযোগ।
চব্বিশটা ঘণ্টা নিজের অস্তিত্ত্বের সাথে কথোপকথন,
রাগ প্রায় নেই বললেই চলে,
কেননা, রাগ করতে সঙ্গ লাগে, লাগে অধিকার।
সেদিকে আমি বড় নিশ্চিন্ত মানুষ,
অবশ্য জীবন তো! কিছু কিছু
ভালো-মন্দ অনুভূতি থাকবারই কথা
বরং কিছু ভালো লাগার কথা বলি!
আমার এখন রাত জাগতে ভালো লাগে
অন্ধকারে হাজার মাইল দুরত্বের তারা
সেওতো ভালোই লাগে।
তবে রাত কিংবা দিন নিয়ে বিশেষ কোন সঙ্কোচ নেই।
কিছু কিছু মন্দ অনুভূতিও বেশ পীড়া দেয়
হঠাত্ ই দেশলাইয়ের আগুন জ্বলতে নাটকীয়তা
তেতো হয়ে যাওয়া সিগারেটের শেষ টান,
বিল্ডিং এর লিফট অহেতুক অপেক্ষায় দাঁড়িয়ে রাখে
পৃথিবীই যেন অদ্ভুত নাটকীয়তায় মত্ত
যেন একার জীবনে কোন তাড়াহুড়ো থাকতে নেই!