আজকাল কি খুব বেশিই মন খারাপ তোমার?
গত দু-তিন দিন একই রকম স্বপ্ন দেখছি,
গুমোট মেঘে চারপাশ অন্ধকার
একা একটা বেঞ্চিতে বসে আছো তুমি,
তবু তোমার নিরব অস্থিরতা আমি বেশ বুঝি
ভীষণ ক্লান্তিতে তোমার মাথা নিচু!
আমি শুধু শুনতে পাই
বুকের ভেতর ক্রমাগত কান্নার সুর।
আমাকে দেখেই তুমি যেন আরও ক্লান্তি বোধ করো,
এই প্রথমবার মনে হয়
তোমার আমার দুরত্ব যেন এপার-ওপার!
তোমার কি সত্যিই আজকাল মন খারাপ?
তুমিই তো বলতে,
আমরা দুজনেই জাতিস্মর!
যত কাছেই থাকি কিংবা যত দূরেই!
আমাদের অতীতই ঠিক ভবিষ্যত্ গড়বে।
আমার তখন বিশ্বাস হতো না,
কিন্তু এখন আর দ্বিধা হয়না ভাবতে
সেই বিশ্বাস এখন আমার ভেতরেও জন্ম নিয়েছে বৃক্ষ রুপে,
তোমার কথা ভেবে আমি তার পরিচর্যা করি।