জীবনের স্রোত পেরিয়ে অন্য কোন সীমান্তে-
যখন আবারো দেখি
খুব সামান্য দুরত্বে তোমার চঞ্চল ছোটাছুটি,
আমিও চঞ্চলতার অভিনয়ে
তোমাতে হাত এগিয়ে অমনি গুটিয়ে নিই।
তোমাকে ছুঁতে না পারার অপূর্ণতা,
এই জন্মে কি আদৌ এতটা সাহস ছিল আমার!
তুমি নাহয় মুচকি হেসেই বলতে পারো "ঢঅঅং"


তোমার মুখের সামান্য ভেঁংচিতে
আমার ভেতরে অন্তহীন চমকিত ভয়ের আর্তনাদ!
এতটা আর্তনাদেও তোমার কানে পৌঁছাবে না,
তোমার কপালের রেখা ভাঁজ হয়ে যায়
হঠাত্ মুচকি হেসে দিলে!
অমনি আবারো আমি এই জীবন স্রোতের উত্তালে হারাই দিক।