এখনও অবচেতন মন স্বপ্ন দেখায় চেতনার
বিস্ময়ে হয়ে আসে দুচোখ বড় বড়
ঘোরের মধ্যে চেতনা করে ওঠে চিত্কার
আমি আঁতকে উঠি অজস্র অতীত অঙ্গারের দাহে।
অবচেতন নিঃশ্বাসে বিন্দু বিন্দু জমে হাহাকার
অস্বস্তিতে এপাশ ওপাশ করে ইহলোক
রক্তক্ষরণ হয় চেতনার বৃত্তে।
প্রতিদিন একটু একটু করে ঝাপসা হয়ে আসে চক্ষুসীমার চারপাশ,
সন্ধ্যার অন্ধকার যেন হৃদয়ের পরলৌকিক ভয়
অল্প কিছুক্ষণ বাঁজে সাইরেন
তারপর বিদেহী মৃত্যুর গুঞ্জন।
জাহাজ ছেড়ে যায় নদীর কিনার
ভ্রমর ছেড়ে যায় ফুলের নির্যাস!