হৃদয়ে মৃত্যুর করুণ চিতকার,
অনুভবে মাতে প্রাণ তৃপ্তিময় যন্ত্রনার সুখে,
ঝাপসা দুচোখে রক্তস্রোতের অশ্রু খেলে
যন্ত্রনার পূর্ণতা পাবে,কোন সে মায়ার বলে?
রক্তের শিরায় শিরায় উন্মাদ প্রেমের আর্তনাদ,
নিথর মস্তিষ্কও আজ ভাবনায় গভীর কাতর,
শোকার্ত আত্মার অপেক্ষা,
সমস্ত এলোমেলো পান্ডুলিপি
ছেড়া শেষ আজ,
মন সুখ চায়না আর,জর্জরিত নিরব দুবাহুতে শুধু
তাকে কাছে পাওয়ার আশ্বাসে অপেক্ষামান,
শীতার্ত জোড়া ঠোঁটে বাক্যালাপ বড় বাহুল্য
এতটা নিশ্চুপে মন বলে তা কার্পন্য।
এ কেমন শাস্তি?এ কেমন মুক্তি?
অবহেলিতই স্পর্শহীন ধসে যায় বালিবাধ,
বাঁশিতেও বাঁজে মৃত্যুময়তার সুর,
কোন দিকে যাই তবে?
জীবন নাকি মৃত্য?
শুধুই যন্ত্রনা নাকি একবুক আশ্বাস।
হৃদয়ের মলিন খরময় রুক্ষ ডায়েরীর পাতায়
একাধারে সাজানো স্মৃতির দীর্ঘশ্বাস,
অপেক্ষামান দেহে মৃত্যুও অপেক্ষামান,
এ মনের সমস্ত ঋণ পূর্ণ যদি হয়,
তবে শেষ বিকেলের আলোতেই ভেসে যাব গভীর পিয়াসী নয়নে।
প্রেয়সীর সমস্ত মায়ার আচ্ছাদিত টানে।