বাল্যকালের সখী আমার চোখের আড়ালে হয়েছে যুবতী,
আমি দেখিনি তাকে বহুদিন, স্বপ্নের বাহানা করেও,
আমার দুচোখ খুঁজে পায়নি তাকে।
অঙ্গে জড়ানো তার নীল শাড়ির পাড় ছুঁয়ে,
ইচ্ছে হয় নিজেকে ক্ষণকাল করি ধন্য।
তার কপালের কাছে ঠোঁট এগিয়ে
দ্বিধায় আমি বারবার নিজেকে ফিরিয়ে নিই।
সখী আমার যে হয়েছে আজ যুবতী।