কিছুদিন আগে বাজারে কাগজ বাজেয়াপ্ত হয়ে গেছে,
কবি ও প্রেমিকের অস্বাভাবিক অত্যাচার,
সমাজ চায় এর প্রতিকার।
অহেতুক ভাবনা কিংবা আবেগের রসভরা চিঠি আর কবিতার চর্চায়,
কাগজের অধিক অপচয় রোধের প্রচেষ্টা।
এই দূর্মূল্যের বাজারে
প্রেম আবেগ বড় বেশী হাস্যকর বিরক্তি।
ফুলের বাজারে গোলাপের বাজেয়াপ্ততা,
গোলাপের কাঁটায় একরকম ভয়ংকর বিষের আবির্ভাব,
সাধারণ মানুষের অপমৃত্যু রোধে এই প্রচেষ্টা।
এই বাজারে সবে ছলনা,
মিথ্যে তোমার মত নারীর অযাচিত আবেগ,
চোখভরা যন্ত্রনার ছলনা,
এই ভ্যাজালের বাজারে একমাত্র মদই খাঁটি।