পুরোন দেয়াল,ভাঙ্গা দুয়ারে
আজো শুধু তোমার নাম দেখি মৃন্ময়িনী,
বসন্ত নামের হাওয়ায় তোমার এলোমেলো চুলের গন্ধ,
মনের কথা নাইবা বললাম,
তবু ঘর জানালা আর হাওয়ার কথা বলি।
মেঝেতে পদরেখার দাগ আজ হৃদয়ে কাঁটে,
সাতরঙা আঁচলের গন্ধ সারা ঘর মেখে,
টেবিলের কোণে চুড়ির টুংটাং নৃত্যের ধ্বনি,
সাদা কাগজেও ঐ রুপের সাতটি
পুরোন মায়ার স্মৃতি নতুন অমলিন,
জীবন পঞ্জিকার অস্থিরতামাখা স্মৃতিচারনা,
ক্যালেন্ডারের প্রতিটি তারিখেই তোমার ফেরার অপেক্ষা মৃন্ময়িনী।
যদিও তুমি নাইবা এলে,
চির পরিচিত সে বসন্ত আসার অপেক্ষায় ব্যস্ত,
তোমার ছায়ার অপেক্ষায় এ শহরের রোদ ক্লান্ত বড়,
এ শুধু অপেক্ষার ক্লান্তি মৃন্ময়িনী।