আজকাল প্রায় রাত্রে ঘুমের ভেতরে আমার আমি হারিয়ে যায়,
শরীর আত্মার প্রেমে ব্যর্থ হয়ে নির্জীব তুচ্ছ অবহেলিত পরিচিত,
বিছানার চাদরে আটকে থাকে।
আত্মা ছুটে চলে এ রাজ্যের সীমা অতিক্রম করে,
হঠাত্ কোন কোমল হাত বাড়িয়ে অপরিচিতা বাঁকা চোখে জিজ্ঞেস করে,
ও বাবু চললেন কোথা?
আমি তো জানিনা, আমি চলছি কার কিংবা কিসের মোহে,
এমনটা নয় তো আত্মা ছুটছে সেই বাঁকাচোখি নারীর খোঁজে।
এ মুহূর্তে ভাবনা অনেক কঠিন,
ঠোঁটে সিগারেট নিয়ে আমি লাইটার খুঁজছি,
বাঁকাচোখি নারী হঠাত্ আমায় মোহে আক্রমণ করে
নিয়ে গেল তার ছোট্ট বাড়িতে,
এক টুকরো আগুন দিয়ে হঠাত্ বলল,
"আপনি এতই দুখী"?
হারিয়ে যাওয়া আত্মা ছুটে এসে আতঙ্কিত শরীর জাগিয়ে তোলে।