দীর্ঘ যাত্রাপথ পেড়িয়ে এসে আজ তোমার চোখেমুখে,
সমস্ত পৃথিবীর ক্লান্তিতে শুষ্ক মুখটা জরাজীর্ণ।
চোখের চশমা স্থান পেয়েছে শীর্ণ কপালে,
ঘরে বসেও যেন একদন্ড তোমার স্থিরতা নেই।
সিগারেটে আজ তোমার আসক্তি বীলিনপ্রায়,
সমস্ত দিন জানালার কাছে দাড়িয়ে পূর্ব জনমের পাপের স্বীকারোক্তি,
রুগ্ন দরজার কাঠ ছুঁয়ে তোমার চোখে হতাশার প্রতিফলন।
দিনশেষে একটি সিগারেট অর্ধভাগ শুষে ,
উদাসীন তোমার বিরক্তির প্রকাশ।