হাজার খানেক সৈন্যসাথী নিয়ে গেলাম তোমার দুয়ারে,
তুমি ফিরিয়ে দিলে জবাবহীন!
তরবারি নিক্ষেপে চৌকস সৈন্যদলও মাথা নোয়ালো।
এমন যুদ্ধজয়ে রক্তের আতঙ্ক বিফল মাত্র!
তোমার প্রত্যাখানে হাজার তরবারি নির্বাক।


আবারো একদিন সন্ন্যাস বেশে তোমার দুয়ারে আমি হাজির,
তুমি বসতে দিলে, যত্ন নিলে, করুণাও করেছ কিছুটা!
তবু তালাবদ্ধ মনের আসনে আমি প্রত্যাখ্যাত আবারো অস্তিত্বহীন।
আজ কলম হাতে লিখছি, লিখছি কেবলই লিখছি,
কিছুটা বুঝি এখন, কবি কিংবা শিল্পীর তুলিতে,
তুমি কতটা আপন! কতটা প্রাণচঞ্চল!