স্বাভাবিক একদিন স্বাধীনতার অধিকার পেতে চিত্কার দেব,
এমন লাশের মঞ্চে আমি আর থাকবনা, কিছুতেই না।
প্রতিনিয়ত লাশের অদ্ভুত ভঙ্গিমা, আত্মার পঁচনে বিশ্রী গন্ধ,
ছি! কতটা বিশ্রী!
লাশগুলো জানেনা কি! পৃথিবী এদের স্থান নয়,
আমি একদিন বিদ্রোহ করব, এইসব লাশের বিরুদ্ধে।
মৃত অনুভূতি নিয়ে জীবনের খোঁজে বেরব,
নিঃশ্বাসে বিরতিহীন সায়ানাইডের নির্যাস,
সত্যই বিরক্তিকর!
প্রয়োজন শুধু রক্ত কিংবা নারীর নির্যাস,
অপরিচিত অনুভূতির পরিচিত অভিব্যক্তি।