সকালের সূর্যটা নতুনের আগমন বার্তা শুনায়,
কিন্তু আমি তখন নিঃস্তব্ধতায় কেবল প্রতিক্ষায়।
সকালের মিটমিট রোদে কত স্বপ্ন বোনার,
আমার প্রহর কাটে একাকীত্বের ছোয়ায়।
সবাই যখন পড়ন্ত বিকেলের আকাশ ছোয়ার নেশায়,
আমি তখন দুঃখের চাদরের চোখ ভেজায়।
রাত যখন নামে কোলাহল যায় থেমে,
বিরহের সাম্পান হয়ে আমার ঘরে তখন আধার নামে।
সবার ঘরে বাজে বাঁশি নানা রকম সুর,
একাকিত্ব আমায় নিয়ে যায় দূর হতে বহুদূর।