প্রেয়সী তোমার পুরো শরীরের লোমে-
আলতো ছুঁয়ে দিতাম আমি তোমার গালে চুমে।
শ্রেয়সী তোমার হাওয়ায় উড়ো অগোছালো চুলে-
গুঁজে দিতাম এলোকেশে জবা-গোলাপ ফুলে।


প্রিয় তোমার শ্যামলা কাঁচা দেহের ঘামে-
টি-শার্ট আমার ভিজে যেতো জড়িয়ে ধরা প্রেমে।
ওগো তোমার মিষ্টি ঠোঁটের কোণে ভাসা হাসি,
মাতাল হয়ে হতাম পাগল,হাসিতে যেন ফাঁসি।


শোনো আমার আকাশ তোমার চোখে-
উন্মাদ আমি বিদ্রোহ হয়ে দাও সবি আজ রুখে।
প্রিয়া তোমায় চুপিচুপি কাছে পাওয়ার সাধ!
একটু হলেই ভেঙে যেতো অবাধ্যতার বাধ।


প্রেয়সী তোমার যৌবনের বাধ ভাঙা, মোহ ঢেউ-
দৃষ্টি আমার মাটিতে ছিলো,জানতে পারেনি কেউ।
তোমায় চেয়ে গান-কবিতা তবুও অপূর্ণতা,
ভেবেছিলাম গল্পগুলোর আসবে না শেষ পাতা।


হঠাৎ এমন কি ঝর এলো গল্প এখন শেষে!
আমি সহ পাঠক আমার থমকে গেলো ক্লেশে।
এখন দূরে, দূর বহুদিন একলা আকাশ দেখি-
বিষন্নতায় একলা একা বিরহ কাব্য লেখি।


কারো চুলে হয়না গুঁজা জবা-গোলাপ ফুল!
ভেতর বলে ভালোবাসা সত্যিই ছিলো ভুল-
আলতো ছোঁয়া চুমু এখন কাব্য গুলো জমায়,
রাত গুলো জানে রোজ স্মৃতি, কেমন করে কাঁদায়।


প্রাক্তন তুমি পুরাতন নয়, আগের মতোই আমার-
লাল-নীল চিরকুট গুলো, মনে করে দেয় বারবার।
চাইলেই তুমি পারবে ফিরতে মনের দুয়ার খোলা!
হৃদয়ে এখনো তোমার বসত করিনি অবহেলা।