কিছু স্বপ্ন না পূরন হওয়ার নাম সময়,
কিছু আসা না পূরন হওয়া নাম সময়,
জিবনে পুরোনো কিছু ঘটে যাওয়া ভুল;
পুরনো মানুষ দের না পাওয়া; মনের ভেতর জমে থাকা না বলা অনেক কথা নাম সময়।
"এই সময় বড় অদ্ভুত জিবনে অনেক কিছু ঘটে যাওয়ার পর এর কদর করতে থাকি"।
সময় এর কাজ সময়ে করতে একদম অভস্ত নয়; তাই ফিরে যেতে চাই আবার একটু সময়ের পিছনে!
সুধুমাত্র জিবনে কিছু ভুল ঠিক করার আসায় ফিরতে চাই না ; "ফিরে যেতে চাই সেই চিন্তা মুক্ত হিন ছেলেবেলায়"
যেখানে হাসতে হলে মুখ বন্ধ করে
হাসতে হয় না, আবার কান্না এলে দুই অশ্রু দিয়ে জল গড়িয়ে পড়ে!
"যেখানে ভয় পেলে অনায়াসে জড়িয়ে ধরতে পারি মা - বাবাকে" মনের সমস্ত কথা উজাড় করে দিতে পারি, হালকা হতে পারি সমস্ত মনের কষ্ট থেকে;
ফিরে পেতে চাই সেই সকল মুহূর্ত গুলো, যে মুহূর্ত গুলো এখন চাইলেও ফিরতে পারব না !
"কারনে অকারনে
নিজেকে সরিয়ে নিয়েছি সেই সব মানুষ গুলো থেকে"
যারা ভালোবেসে চলেছে সেই একেই ভাবে, নিঃস্বার্থ ভাবে,
জানি না আবার কবে ফিরিয়ে দিতে পারবো তাদের সেই ভালোবাসার মানুষটিকে?
সুধু সময় এর চক্রব্যূহে হারিয়ে ফেলেছি নিজেকে ।
তাই এই চক্রব্যূহে থেকে বেরোতে লাগবে সময় আর অপেক্ষা,
যাতে ফিরে যেতে পারি আবার সেই সকল ভালোবাসার মানুষ গুলোর মনের কাছে।
তাই আসা রেখে চলি জিবনে আবার আসবে উজ্জ্বল রশ্মি আবার আসবে সময়।