মাইকত, মাইকত, ভাষণ দ্যাং মুই;
নিজের কথাই শুনং না;
দোলার মানসী মোক বানাইসে দেওয়ানী
এলা মাইনসের কথা মুই ধরং না
সগায় কয় মোক " মুই কি হনু রে "।
মুই কং দম থাকিলে মাইকত কয়া দেখাও রে.........
নেতা মন্ত্রী দেখলুং মেলায়, মাইক খান পইরলে হাতত
নিজের গদি বাদে সবলায় পাছত।
"গাড়ি হইবে; বাড়ি হইবে " সভা মঞ্চে মাইকত ধরিয়া ভালই কবার পান,
ভগবান কসম, দম থাকিলে মানসীর দরজায় গিয়া
হিম্মতের মাইকত ধরিয়া কন, হামরা আছি, দুঃখ দুর্দশা জান ভুলিয়া।