ফোন হাতে নিয়ে
সকালের স্ট্যাটাস ব্লকড!
হঠাৎ সব শুভ যেন অশুভ
এইতো বসে কত আড্ডায় মশগুল-----
খুনসুটি , প্রেম, ঝগড়ার স্ট্যাটাস ব্লকড!
বাঁকা ঠোঁটে "তুই বড্ড একগুঁয়ে , ঝগড়াটে হয়ে গেছিস"
তার গল্প শেষ রাতের ট্রেন ধরে বিদায়
ওপরের ছোট্ট বার্তা খুলতেই স্ট্যাটাস ব্লকড!
এইতো সেদিন হলুদ সবুজের সালোয়ারে পবিত্র উজ্জ্বল রূপসা-
জড়িয়ে রাখার প্রতিশ্রুতি অনন্তের।
একটা 'ডিলিট' বোতামের স্পর্শে
পারিজাত স্মৃতি মুছে যায় না।
"বুকে নে" শিশুসুলভ অভ্যাসে অভ্যস্ত
সদ্য হাত পা গজানো বাচ্চাটিও আহ্লাদে "এইযে"...
চামড়ার পার্থিব মুখে অনেক শ্লীল অশ্লীল কথা চিৎকার , বেদনাদায়ক।
শেষ রাতের ট্রেনের এক কামরার জানালার ধারে তোমার হৃদয়ের "স্ট্যাটাস আনব্লকড"