ওগো কবি
তোমরা ভালবাসাকে
ভাষা আর কথা দিয়ে
করে তোল রঙ্গিন,
নাচের তাল আর গানের গুঞ্জন
শুনতে পাও বরষার রিম ঝিমিতে...
সুখ, প্রেম, বিরহ, হাসি , কান্না,
সবেতেই তোমরা দেখতে পাও কাব্য।
কলম হাতে নাও , আর লিখে ফেল
এক অন্য ইতিহাস।
তার নামই হয়ে যায় কবিতা...
ইচ্ছে করে আমারও।
কবি আর কাব্যের সাথে যাই।
সখা হব দু'জনাই ।
নেবে  গো আপন করে
আমায় ?
যদি  তোমাদের কাছে এসে যাই।