আধো চাঁদ আধো প্রেম
.............
রমেন মজুমদার, 24/01/2023

আধো আধো চাঁদ যেন ছুঁইছে গগন,
পরশে -সরসে মন থাকে অনুক্ষণ।
বেলা যে যায় চলে পশ্চিম আকাশে,
প্রাণে মোর প্রেমখানি কেবলি জাগিছে।

রাজপুরী রাজেন্দ্র বীরের রাজকন্যা,
অন্তরে দ্রোহের ব্যথা করে আনাগোনা
তারে কে বা সঁপেছে প্রাণ, সে নেই কাছে...
প্রহরে প্রহরে দিন তার, কেবলি কাটিছে।

আধো চাঁদ ডুবে যায় পশ্চিম দিঘিতে,
রাজকন্যা চিলে কোঠায় দেখে আচম্বিতে;
অনল জ্বলনে প্রাণ, পুড়ে অবিরত !
এই বুঝি সব শেষ?- সর্বদা সে ব্যাথিত।

আধো সুখ,আধো জ্বালা!আধো রাতজাগা,
সংসার সায়রে ভাসা শৈবালে অভাগা।
রাজপুরী সুখ নেই; অন্তর দহন ব্যথা!
আধো চাঁদ পূর্ণিমাতে লয় কারে তথা।

রূপহীন অনূঢ়া পোড়ে, প্রাণ-অন্তর্লীনে!
অপূর্ণ ইচ্ছাগুলো,অন্তর্বত্নী পূর্ণবিয়োজনে;
খোঁজে চাঁদ মেঘমালা, কতক্ষণে গ্রাসে রাহু
অন্যাসক্ত আধো রাত! কৃষ্ণপক্ষ ক্ষণে।

সংসার সন্তর্পণে পুড়ে কত বিরহ সন্তাপ!
আধো প্রেম, মরা চাঁদে পশ্চিমের ঘরে...
রাজপুরী অবলারে দিয়েছে কি নির্দেশ;
তবু চাঁদ ক্ষয় হয়;আধো প্রেমে নির্বস্ত্রে শেষে।
******