আমার প্রথম চুম্বন
-----
কাব্যভূষণ রমেন মজুমদার,
পিএএসপি-০১১
তারিখ-০৩/০৪/২৪
-----
থামিলে দিবা আলো যবে নিশি শুরু
চারিদিক স্তব্ধ ক্ষণ ,- বুক দুরু দুরু;
কোলাহল থামে যবে দশ দিক হতে,
ছাইল নিশার রূপ পূর্ণ ধরনীতে।


ফিরিল কুলায় পাখি বেঘোর নিদ্রাতে
কখন ফিরিব আমি শীতল শয্যাতে;
শান্ত দেখি নিশা কাল,শান্ত জলধারা
নীরব নিশির ফেরা- বক্ষে জাগে সারা*।।


বাহির পানের বায়ু শান্ত, স্তব্ধ ক্ষণ,
বাতায়ন নেবু ফুলে মক্ষী গুঞ্জরণ;
চন্দ্র যতি ক্ষীণ প্রভা জোনাক জ্বলে
আলাপণ মধু মোহ,দুজন নিরলে।।


দূরে ঝর্ণা কুলকুল থামিল যখন
নীরব প্রেমের কথা কহিনু তখন;-
চারিধার নির্জনের ক্লান্ত আঁখি ঘুম;
সেইক্ষণে দোহা মুখ সুপ্রসন্ন চুম।।


আমার প্রথম সুখ বাতায়নে বসে
দেখিনু একটি তারা সেই ক্ষণে খসে-
যায় উর্ধ হতে। দেখিলাম দুইজন -
তখন প্রিয়ারে আমি করিনু চুম্বুন।


তারপর ক্লান্ত রাত নিশি হয় ভোর,
শুনিনু  আযান ধ্বনি;অতি ক্ষীণ সুর!
মন্দ্র শঙ্খ ঘণ্টা বাজে কোথাও মন্দিরে;
প্রিয়ার চুম্বুন স্পর্শ টানে কাছে ধীরে।


বক্ষ দুরু দুরু আর হাঁটু কম্পমান !
অন্তরে চিতার দাহ অগ্নি বহ্নিমান।
দগ্ধ পোড়া ক্ষয় লয় অন্তর সলিলে
প্রথম চুম্বুন সুখ পাই সেই কালে ।
---সমাপ্ত।।