আমায় খুঁজে ফিরো
(যেজন প্রেমের ভাব জানেনা-১১১)
রমেন মজুমদার
-----
খুঁজতে তোমায় হবেই- যদি ভালোবেসে থাক;
এক জনমে ছিলাম যখন চলার সাথী,
না বলার সেই গোপন কথা অপূর্ণ যে রইল।
এ'জনমের বার্ধক্যতে জোয়ার যখন উপচে আসে,
অক্ষমতায়; দুচোখ তোমার কেবল দেখি কান্না ভাসে!
প্রেমের কাঁটা বিষফোঁড়া তাই উদোর  পিণ্ডি বুদোর ঘাড়ে!
তাই বুঝি আজ ছেড়ে তুমি ভষ্মচিতায় হওয়ার পরে?

পরের জন্মে আমার ঘরে,হওয়ায় হওয়ায় ঘুরে ফিরে
আসলে পাবে আঠারোর সেই তরুণ তুর্কী জোয়ান ঘরে।
গল্প বলার উঠোন জুড়ে বিছাবে চাঁদ জোছনা যত;
খসবে তারা আকাশ হতে,কান্না হয়ে ব্যথা তত;-
গল্প বলার ছলে দেখ আমার দুচোখ ভাসছে জলে!
তখন তুমি,সেই তুমিতেই পাবে খুঁজে প্রেমের মূল্য সবটা ভুলে।।

সন্ধ্যা হলে বসব দুজন জ্বালিয়ে দীপ ঠাকুর ঘরে,
বুকের মধ্যে খাঁ খাঁ আগুন নিভিয়ে দিবে কান্না জুড়ে!
দেখব তোমার অশ্রুঝরা নীলাভ দুটো বক্ষতারা,প্রাণ ভরে।
হটাৎ যদি ঝড় ওঠে যায় নিভিয়ে দীপ
দেবীর পাশে;
বিসর্জনের চিহ্ন আঁকব আমরা দুজন বাসর বাসে।

ছিলাম আমি আউলা-বাউলা উড়নচণ্ডী এই জনমে...
মর্মগাঁথা শোকবিহ্বলে  রইব পাশে কান্নামনে।
হাজার জনম করবে মনে,মানুষগণে, জগৎ জুড়ে;
পুরান কবি মিলিয়ে যাবে ধূসর রাঙা মেঘ বাতাসে
আমারা তখন নক্ষত্র হয়ে খেলব চাঁদের
চতুর্পাশে।

বুকের মধ্যে মস্তআকাশ এক নবীনের
প্রেমের রেখায়,
মাটিরঘরে শীতল পাটি বিছিয়ে নিয়ে থাকব সেথায়;
গাঁথা প্রেমের বিরহ সুখ! রইবে জুড়ে মন মানুষে--
দেখবে না কেউ কান্না মোদের,শেষের পাতায় ঝরছে বিষে ।

অগোছালো এই জীবনের ঘর সংসারের ধুলোবালি,
থাকল পড়ে ব্যথার বিষে!কেবল হুতাশ
কষ্ট জ্বালি!
আসবে যখন দেখবে তখন তোমার গানের বাউল কবি;
জীর্ণপাতার বস্ত্রবসন,আঁকছি বসে তোমার ছবি!
ফেলব না আর অশ্রুবারি কান্না যতই আসুখ চোখে,
হটাৎ তারা পড়বে খসে !মেঘবাদলঝড়
বইবে বুকে।।

দূরত্বটা কমিয়ে দিব দুই জনমের মাঝে এসে,
তোমার রাখা আলমিরাটায় গন্ধশুঁকি একলা বসে!
কাঁদছে গুমরে ভাঁজের শাড়ি থরে থরে রাখা যত!
এক বিছানায় বালিশ বিহীন তোমার চুলের গন্ধ তত!
নাকছাবিটা-হাতের রুলি,নীরব কান্নায়
পুটলি করা!
তাকিয়ে দেখি অশ্রু ফেলে! অযত্নে সব মরচে ধরা।।

আমায় খুঁজে ফিরো জানি অদৃশ্য ঘর একলা বসে!
তারার মত অশ্রু ঝরাই নীরব কান্নার নিরুদ্দেশে!!
বুকের মধ্যে চাঁদের আকাশ মেঘমেদুরে
জলেভরা;
পায়ের চটি সেল্ফে রাখা ধুলোয় ভরা কাঁদছে তারা!
বুকের বসন এলোমেলো গড়াগড়ি খায় আলনায় বসে;
ফ্যালফ্যালিয়ে চেয়ে থাকি! মাকড়সা জাল বুনছে এসে।।

তুমিও নেই আমিও নেই! এমন জনম দেখব কবে ?
জন্মশুধু কষ্ট পাওয়ার,মায়ার খেলায় খেলছি ভবে!
তবুও প্রেম চিরস্থায়ী নইলে ধরা রয় কেমনে?
কষ্ট-ব্যথা এই নিয়েই প্রাণ সৃষ্টি মোহের
রয় বিধানে।।
**** সমাপ্ত,
শিখামন্দির,কলকাতা,
১১ ই সেপ্টেম্বর'২০২৩।