চিরসঙ্গী
---রমেন মজুমদার
03/10/23
যারে খুঁজি তারে দেখি আঁধারে লুকায়ে
ছুঁতে পারিনা তাঁরে, মধ্যে ব্যবধান নদী!
নিয়তি লিখিল ভালে!এতই কী সহজ!
তাঁরে পাওয়া কঠিন কাজ সে যে আলীক।

যে ছিল শক্তি আমার পথ চলতে পথে,
তারা সম আলো তাঁর জীবনের পাথেয়,
ঝড়-ঝঞ্ঝা দুর্গম পথ! পাহাড়ি দুরূহ খাদ!
অন্ধকারেও চরণ ফেলে ছুটেছি নিরন্তর।

সংসার সঙ্গমরথে কত ভুখা লয় মৃত্যুপ্রাণ
বিধির নির্দেশ লয়ে জনম,কত রূপ ভবে;-
লক্ষ লক্ষ জন্মপরে একবার মনুষ্য জনম
দেয় ভিক্ষা কার্যমতে;সেখানেই স্বর্গ-নরক।

সেই তুমি,এই তুমি; আত্ম কার কবে হবে!
না চিনি নিজের সেই তুমি-আমি স্বরূপকে
দুই চরণ ক্লান্ত সে, চলতে চলতে আজ ...
পৃথিবীর অলস-ঘুমন্ত পথ কত চলতে হবে?

জীবনের অদৃশ্য আলো ধূসর-অন্ধকারে,
ছুঁই ছুঁই হৃদ-কল্পে; পারিনা পিচ্ছিল সে পথ,
ঢাল বড় পাহাড়ের;আকাশ উঁচু শিরদার!
খুঁজি সুখ প্রিয়তমার--যে ছিল চিরসঙ্গী ।।
--সমাপ্ত।