ছুঁয়েছি নীলবিষ
--------
তোমার দেয়া কবিতার অন্তর ছুঁয়ে দেখতে ইচ্ছে করে,
কী করে সাজাও তার শব্দমালা,
কতটা প্রাণ আছে তার ভিতর ?
আমার কবিতার আঘাতে তুমি হয়েছে বিদীর্ণ!
কষ্টের ঋণ শোধ করো আমাকে ছুঁয়ে।

অন্তর বিগরিত দহনে ছুঁয়েছি নীলবিষ;
তীব্র যন্ত্রণায় তুমিও সেই বিষে জর্জরিত,
কতটুকু স্বাদ তার নিয়েছ কী ঘ্রাণ...
যে ঘ্রাণে আমিও হয়েছি খণ্ডবিখণ্ড।

তুমি কী টের পাও; কতটুকু জ্বলে সে জ্বালা!
কতটুকু হলে পরে ভিজে যাও জোছনার জলে?
আর কতটুকু হলে পরে মৃত্যু হয় দুজনের!
কতটুকু ঘ্রাণের বিষে জন্মহয় একটি কবিতার।।

কবিতার শব্দরা ছুঁয়ে দেয় মোহমার জলধারা,
পেলবিত মৌসুমী বাতাসে টানে বিরহ গানের সুর!
অমর স্নানের যাত্রায় আর কতদূরে গঙ্গা!
কবিতার বদলে দেয়া খতিয়ানে জুড়ে দেয়
বুঁদ হয়ে থাকা সে প্রেমের মৃত্যর ঠিকানা।
----
রমেন মজুমদার।