দাস-বাস
------
রমেন মজুমদার
22/01/2023
খোলা আছে ময়দান
চাইলেই দাসকে বাসের স্থলে স্থলাভিসিক্ত করতে পার দুর্গাকে
ইচ্ছের মশলায় মাখিয়ে নিতে পার মেরিনেট,সঙ্গে ঘাম ঝরা তেজসক্রিয় হোক রোদ্দুর।

সময় সঞ্চরণে স্বাত্তিক সফলতা হোক ক্ষেত্র,
ইচ্ছায় আনুকূল্যে তাগিদ আসুক পেল্লাই আয়োজন:
এগিয়ে দিক পায়েসের বাটি;
সিদ্ধাই হোক স্বাগতম ।

ঘামঝরা ভরাট দুপুরে কে না চায় কমলার কোওয়ার রস?
শীতল শয্যায় সিক্ত দুপুরবিছিয়ে নিক ভাবনার বেসাতি;
তৈজস তল্পি খুলে দৃশ্যায়ন হোক বায়স্কোপ।
তারপর ?
অমৃত রসে ভরে উঠুক মুখ বাসন্তী বিলাসে।
চাইলেই দু'কোয়া বর্ণচোরা হিমসাগরে আপ্যায়ন হোক অতিথি।

দাস-বাসে দাসত্ব হোক মনোরঞ্জন
কে না চায় অমৃতস্বাদ নিতে নাগর দোলায়?
ইচ্ছে হলে হোমযজ্ঞে সমর্পণ করতে পার নিজেকে।
সাতপাঁচ না ভেবে ছুটাও যজ্ঞের ঘোড়া...
ব্রাম্মতন্ত্রে জাগ্রত হোক নদীয়া
নির্বাসনে যাক আবৃত অধ্যায়নের বসন।
আদিখ্যেতা না করে আদিমতায় উন্মোচন হোক দৃশ্যায়ন।

দাস-বাসে বসুক দেহান্তের মেলা,
আষাঢ়ে বর্ষায় সিক্ত হয়ে উঠুক প্রাপ্যজমি
চাইলেই চাষের গুরুত্ব বুঝে বসনে মাখিয়ে নিতে পারো জমিনকাদা।
-- শিখামন্দির,পূর্বাচল।