জীবন নৌকা
---রমেন মজুমদার,
নম্র চরণ ফেলে পার হয়ে যাই শ্রোতস্বিনী খাল!
বজ্র নৌকা নেই,
লুট হয়ে গেছে কালের কপোলে
ভাগ্যের নিখুঁত রাত্রি ।

পঞ্চইন্দ্রিয় ঘুণধরে জলপোকায়,
ইঞ্চি ইঞ্চি করে বাইতে হবে আগামী পথ!
ভঙ্গুর শ্যাওলা নির্মিত ইটে চাড়া গাছের বাহার,
রাত্রির কোল বেয়ে নেমে আসে
আবছা জোছনা।

উম্মুক্ত জলাধারে ছুটে যায় নশ্বরতা !
কেবল, ঢেউ ভাঙা তার ঈশ্বর প্রদত্ত কাজ;-
জানালার কার্নিশ বেয়ে নামতে থাকে বৃষ্টির ধারা!
শুষে নেয় ইন্দ্রিয়ের টানে,
আগামী ভবিষ্যৎ অনিশ্চিত বলেই খেয়া ঘাটের মাঝি অস্থায়ী !

একবার মানবকুলে জন্মনিলে বৈদিক মতে
আসতে হবে খেয়াঘাটে,
পার হওয়ার অপেক্ষায় বসে থাকলেও ফিরে আসবেনা সে নৌকা।
বাহ্যিক ও জাগতিক পার্থক্যের ব্যবধান অনেক বড়,
জীবনের নৌকা নদীর ঘূর্ণিস্রোতে ডুবে যাবে অচিরেই....
তুমি টেরও পাবেনা।।

কলকাতা।।