কতস্বপ্ন দহে বরিষণ।
---রমেন মজুমদার
----------
হৃদয় গহনে ডুবি হেরিয়া স্বপন
দেখি হেথা কমলিনী, কামিনী কাঞ্চন
বসিয়াছে, পাতিয়া আসন,শতদলে;
সঞ্চরণে,কাব্যটানে;বামাগণ মিলে।

উদিত মনোহরা চন্দ্রিমার আলোয়
করে কেলি সরসীর তরঙ্গ ভেলায়,
দুইপারে অলিপুঞ্জ মোহিত ফুলের
সিঞ্চনে-গুঞ্জনে তুলে,অলি মধু ঢের।।

দহের বারিবিন্দু বহিছে কলকলে..
বামেতে হেলিয়া পন্নগ গজেসে গিলে;
ঝিরঝির ঝর্ণাধারা কলকল ছলে;
ভোলে নারে কার মন ? হেন দিক পলে।।

কাব্যসুখ কবি রবি, শ্রীমধুসুদনে;
রসের ভাণ্ডার ঘিরে বঙ্গের বদনে;
দানসুধা-পঙ্কজ-যশঃ কাব্য লিখনে,
করিলে অমর ধরা আপনি যতনে।।

দেবীদান সরস্বতী কবির কলমে
কাটিলে আঁচড় নিবে সর্বস্বত্ব দানে
ভিখমাঙ্গে রমেনের আরাধ্য সাধন
লভে কি ফল কাব্যে পূজ্যের চরণ।

সুপ্রিয়-সুব্রত মিলে; ধ্যান কাব্যে রত;
মালদহে দানপূজ্যে, কবি করে ব্রত;-
স্বপনে ডুবে রমেন-- কবিতা ভুবনে,
যাত্রা যবে আরাধনা;কবির মিলনে।।

গগনের মেঘপুঞ্জ ক্ষণে বারি ধারা-
স্বপনে ডুবে প্রাণ! মেঘ-মেদুর খরা;
মুখ চেয়ে বসে আছে অনিল-সুনীল;
অমিতের কান্তিমরু, অলি কাব্যেকুল।

এ'হেন বর্ষার জ্বালা সহে কে বা প্রাণে ?
বঙ্গের কুলেতে রবি শর্ত স্ংবিধানে ;
কাব্যভূষণ বাকদেবী সৌভাগ্য অর্পিলে
নব্যকবি সাধতুল্য ভাগ্য যদি মিলে।।

কাব্যকস্তুরী, কাব্যের ভাণ্ডার অমৃত;
অসমে মাতিয়া বহে বাকদেবী তত;
বনিক নিলতি সঙ্গী- আর লিনাদেবী;
যশপুঞ্জে বারি ধারা তাহাদের সেবি।।

কলকাতা-মালদহে কবি সম্মেলন
প্রেমের মিলন হেথা ঘটে শুভক্ষণ;
দেখে যাও মধু-রবি,কোথা নজরুল
দুই পারে মহামিলন ফুঁটে শতফুল ।।

দুইবঙ্গে, রবি সুরে; জননীর আশিসে
দেশ মাতা বন্দে গীত গায় দুই দেশে।
রচিলেন মধু বানে, বঙ্গের ভাণ্ডার ;
বারি ধারা সনেটের;গীত উপহার।

কতস্বপ্ন ডুবে যায় হেরিয়া এ' প্রাণে
সাধ আছে সাধ্য নাই,কবির মননে;
তাই সে ছুটিল লয়ে, একদল কবি;
মালদহে মঙ্গলবাড়ি বিশ্বাসে ছবি।

পূর্ণিমা আলোর চাঁদ হেন বর্ষাকাল
ক্ষণে আলো,ক্ষণে বর্ষা, মেঘের জঞ্জাল;
রচিলেন দেবীশিখা সাহিত্য বাসর...
দুইবঙ্গে যৌথসুখ, কবি রত্নঘর।।

নাই নাই ওরে! নির্বোধ মন কি বুঝে?
পূর্ণিমার আলো আজ তাহারে খুঁজে
কোথা শিখা,কোথা আলো,দিগন্ত জুড়ে
মোহনায় দুই কবি কাঁদিছে নিথরে!!

প্রণত এ' প্রাণ পদে, হেথা গুরুজনে
কতগুণীজনে হেথায় সম্মুখ পানে..
এ'শির করিনু নত তাহাদের পায়;
লিখে কাব্য বারি সুধা রমেন হেথায়।।

অনিল-অমিত ডাকে, করে মরুবনে;
পূর্ণিমা আলোর মেলা কাব্যের ভূষণে,
চেয়ে দেখ কবিকুল,তব পূর্বসুরি ...
আজ গুণীজনে লবে,প্রণত উত্তরী।।

এইতো কবির মেলা কোথা মধু-রবি
হেন সম্মেলনে দেখ, তুলিতেছে ছবি ;
অজয় অমর রবে; এই স্মৃতি ধরে...
কবিতা তোমার প্রেম শিখার অন্তরে।।

বাহাত্তর চরণে এ',-- কবি পদে ধূলি
কি লিখিনু কি বা অর্থ? দিতে প্রেমাঞ্জলি
পূর্ণিমার আলো এক,আলোর উজ্জ্বল;
স্বাক্ষী হয়ে থাক আজ অধীরে মঙ্গল।।
** সমাপ্ত।।