নিজেকে ভাবিনা কবি
----
( কখকখ/গঘগঘ/ঙচঙচ/ছছ )
[[ পেত্রার্কের রীতিতে অনুসরণ ছন্দে]]

---কাব্যভূষণ রমেন মজুমদার
পিএএসপি/০১১, তাং-১৬/০৫/২৪
-------
নিজেকে ভাবিনা কবি, ভাবের সাগরে
ডুবিলে রতন পাই যদি করি চেষ্টা -!
চেষ্টার বিকল্প নেই;-- মাথা নত করে,
অন্তরে জাগিছে ঢেউ হৃদে বড় তেষ্টা।।

কবি বলে কাকে সুধী;- সুধা যার প্রাণে-?
পাঠক বিচারে সেই কবি হতে পারে;--
ফুঁটিলে কাননে ফুল- দেখিবে নয়নে;
সেই সুধা পুষ্প মধ্যে থাকে পূর্ণ করে।।

কবিতা লিখিলে যদি কবি রূপ ধরে(?)
রসহীন পুষ্প অন্যে লহে না সে ঘ্রাণ;--
তত্ত্ব ও তথ্যের সিঁড়ি পিছলে সে পড়ে!
ছুঁইতে পারিলে চূড়া,পায় সত্ত্ব দান।।

আমি কি কবি হে! নন্দনের ফুল ?
নিজে কবি লিখে যেই,সেই করে ভুল।।
--- সমাপ্ত --