নির্বেদ
কলমে- কাব্যভূষণ রমেন মজুমদার,
পিএএসপি-০১১
তারিখ-০৬/০৪/২৫
দুরু দুরু করে পিষে শব্দের গতি!
অসময়ে যায় ঝরে নির্বেদ নিয়তি!....
যা ছিল অম্বরে গাঁথা সংবেদ শব্দরা;
গতিপথ রুদ্ধ হয় ঝরা পাতা পথে
সেই বুঝি ছিল তার সঙ্গতার সম্মতি।
তবু কিছু গল্প ফাঁদি থুবড়ে পড়ার আগে,
অজানা নৈঃশব্দের কেতন উড়িছে ধুলোয়!
এক ফোঁটা কুসুমের বিকশিত সুখ;
হয়নি বন্টন তার নির্যাস কাব্যতায়....
চোখ দুটি ঢুলুঢুলু চন্দ্রিমা প্রভাগে।
নির্ণয় নির্বাক স্বপ্ন স্থানুর ললাটে;--
রাত্রির বিদরি চাঁদ কুয়াশার থালায়...
আলোকিত করে বুঝি নিকুঞ্জ সরোবরে!
থিকথিক জল ধারায় শব্দের ঢেউয়ে...
কৃষকের মাঠ নিঙরে বিথিকার বাটে।
কিছু যায় মুছে শব্দ কিছু রয় মনে,
ক'খান লহরী শব্দের দিগন্ত উন্মোচনে,
বাঁধ ভাঙা ভাষা নিয়ে ছুটে চলে পথে;
আশাহীন ছলনার কৌমুদি কান্তার....
স্বপ্নগুলো কাব্য হয় কবির নয়নে।
ঠিকানা বিহীন পথ দুর্গম দুর্বারে!--
থমকে দাঁড়ায় অজানা কোন এক পথিক,
বলে ধীরে ঘামঝরা প্রেমময় পথে....
ডাক হরকরা খুঁজে পথিক বিবেকের!
ভালোবাসি,ভালোবাসি, বলে সে সবারে।
অবক্ত ভাষার চিঠি বোঝেনা বোবা কাগজ!
ফিরে যাও শব্দহীনে কবিতার বাসরে...
গন্তব্য অনেক দূর,কবি খুঁজে সঙ্গী;
ফিরে এসো চাঁদনী রাতের বুকে,
থুয়ে তার বিচিত্র ভঙ্গি কবিতার সাজ।
নিয়তি নির্বেদ কল্পে অক্ষত অক্ষরের নথি,
শব্দ ভাঙে শব্দ গড়ে ঢেউতোলা বুব্দুদ যেমন!
হৃদয়ে মথিত থাকে নিরুত্তর যাহা...
চিত্তের কুহরে কাঁদে কবিতার অক্ষর!
স্বপ্নের সুলক্ষ্মী, করে যদি কলমে সম্মতি।।
সমাপ্ত....
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^