নিরুদ্দেশ্যে সেই মেয়েটি
-------
কী ছিল ,সেই মেয়েটির মনে ,
সে কি জানে?আর ক'টা দিনপরে;
পাচার হয়ে যাবে !

কি শুনেছে কানে ? সত্য কী মিথ্যা!
সে শুনেছে অন্ধকারে  মায়ের শীৎকার!
হতেই পারে ,
নব্য প্রেমিক  জুটিয়েছে মা ।

সেই মেয়েটির ভরসা ছিল যে,
সে এখন নব্য জোয়ার পেয়ে
কাটছে সাঁতার গোপন অভিসারে।

কি পেয়েছে বাৎসল্য সুখ সেই মেয়েটি ?
পায়নি আদর,পায়নি ভাত-কাপড়!
পেয়েছে কু-প্রস্তাব !
পেয়েছে তিরস্কার আঁচল ভরে।

সেই মেয়েটির জন্মদিনে চুরির সাথে ব্লাউজ
আর পেয়েছে লং চুড়িদার সঙ্গে ব্রা,
অন্ধকারে গা'গোলানো ইঙ্গিত।

কী পেয়েছে একটি নারী বস্তির সমাজে ?
মা' পেয়েছে বাবার পরিবর্তে
একটি ক্ষণস্থায়ী মায়ের প্রেমিক
বাবা বলতেও ঘৃণা ।

শুনছে কানে সেই মেয়েটি ঝগড়া কেমন?
অন্ধকারে পাশের ঘরে
দাঁত খিঁচুনি ঝগড়া !
শুনছে আরও তিন তালাকের চিৎকার!
অশ্রু ফেলে সারাটা রাত
রয়েছে কান খাড়া।

পায়নি আদর সেই মেয়েটি,
আর পায়নি সে...
লেখাপড়ার ন্যায্য অধিকার;
দেয়নি সমাজ আপন করে একমুঠো ভাত!

তিরস্কারের সাথে মাখা ঘৃণ্য নির্যাতন !
তাও কি লেখা ছিল ?
আঁচল ভরে নিয়েছে সেই মেয়েটি
সুজন-স্বজন চেনা লোকের
বাৎসায়নের তিক্ত বলাৎকার।।
*****
রমেন মজুমদার