অঙ্গদান
---------
রমেন মজুমদার
১৪/১১/২২
শুনহে ভামিনী তুমি, ছেড়ে লোকালয়;
অঙ্গ দানে সঙ্গ নিতে থাকো সদাশয়।
অনিত্য সাধনে সদা মন করো জয়;
সম্পর্ক না ধরে রাখো, নিত্য তার ক্ষয়।

বাঁধি কুঁড়ে ঘর লও,সতত নির্জনে ;
অগ্নিফুল্কি,চোখে জ্যোতি; বিরহ বিজনে।
পাও যদি কাপালিক,তৃষ্ণা বারি কল্পে ;
খাও খুলে, চৌষট্টি পাঁপড়ি; নিত্য অল্পে।

হয় যদি নিশাকাল (!)মুগ্ধ কমল-চপলে;
রতি দানে ঋদ্ধ হও;সেতু দীঘি জলে...
রঞ্জনে-ভঞ্জনে সেথা যাতায়াত করে;
চোর-সাধু;গুরু-শিষ্য; হয় পার ধীরে।

দগ্ধঅগ্নি দীঘিকুলে; পুড়ে দগ্ধ হও!
নিষ্পাপ উত্তাপে ধ্যান মনেতে মজাও।
নিকুঞ্জ পাঁপড়ি ভাঁজে মৃনাল কি পাও ?
তবে যত্ন করে দোঁহে সেই রস খাও ।।

উপরে দেবতা রূপে তোমা কীর্তি হেন!
সৃষ্টিতে তুষ্ট দেবী; গ্রহনে জয় যেন ;
দৃশ্য-অদৃশ্যের প্রেম,ঈশ্বরের লীলা.!
অঙ্গ দানে সঙ্গ দেয় অদৃশ্য প্রমিলা।।
******