রেখে যায় কিছু ব্যথা,নিয়ে যায় কিছু
-------------------------
----রমেন মজুমদার ।

সময় রেখে যায় কিছু চরণের চিহ্ন -
আধো সুখ ,আধো ব্যথ্যা ! আর কিছু স্মৃতি !!
খুলি বাতায়ন পাশে,
বসে থাকি জানালা খুলে দেখি তারে আলতো পরশে;
চকিত পলকে দেখি, কারে আজ আমি ডাকি !
কার তরে প্রাণ খানি উদাস প্রকৃতি ।।

অবোধ মুখখানি বাহির পানে
চিত্ত চমকি মোর,কার তরে ব্যাকুল অস্থির প্রাণে !
সারি সারি সুখ গুলো ভেসে যায় জলে .....
কোমল গান্ধার মৃদঙ্গ,
বাজে সুর বিরহ জলে ফোটা ফোটা বৃষ্টির শব্দ--
সরস উজানি বায়ু দিয়ে যায় পথিকের সন্ধান!
তবু কেন মনখানি করে আনচান ।।

ফেলে রেখে যায় পথিক গোলাপের গন্ধ;
তাই বুঝি বাঁকা চোখে আমি আজ মন্দ !

আবেশ আলুথালু, পঞ্চব্যঞ্জন কার খালু
কেন আজ সাজুগুজু কাহার তরে ----?
শায়িত পড়ন্ত রোদ---নেয় বুঝি প্রতিশোধ !
সময়ের ব্যবধানে সব যায় ক্ষয়ে,
তাই অবহেলা আমি সব গেছি সয়ে।।

তোমার কৌমার্য কনুই, সেই স্মৃতি মাঝে ছুঁই
সমব্যথী বিরূপ প্রাণ কাহারে সুধাই ?

রেখে গেছ আমানত--- লোকে চাহে কৈফিয়ত !
পরম দীর্ঘশ্বাস কেঁদে কেঁদে মরে!
আজ কি রহিল মোর?--দেখি শুধু ঘনঘোর !
অতীতের আশা খানি ব্যথ্যা জড়সড়
তবু কিছু রেখে যাও ;আর কিছু নিয়ে যাও--
বুক চেরা মধুরস দু'হাত ভরে ।।

ছেঁড়া ছেঁড়া সুখ গুলি--বাতায়নে দোর খুলি !
স্বাত্তিক পরশ ছায়া সব যাও ভুলি !

সেই খোলা জানালায় চাহি,কোথাও না কিছু দেখি;
একমুঠো উঠোনের শিউলির গন্ধ কার তরে রাখি?
বোধ বুঝি মরে গেছে-- পরোক্ষ স্বপন পিছে,
ঝিরঝির বর্ষায় একা রহি ঘরে
নিয়ে যাও কিছু,
আর রেখে যাও-- স্মৃতি টুকু ভরে।।

দক্ষিণ কলকাতা
১৯/১০/১৯